মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর দুপুর থেকে প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান সোমবার গোমস্তাপুর ও বোয়ালিয়া ইউনিয়নে জনসংযোগ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু চৌডালা ইউনিয়নে জনসংযোগ করেছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া আওয়ামী লীগ নেতা রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্র গত ৮ জানুয়ারি বাছাইয়ে বাদ পড়ায় এখন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের মূল প্রতিদ্বন্দ্বী হবে বলে অনেকে ধারণা করছেন।
উপ-নির্বাচনে অন্য প্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক, বিএনএফের নবীউল ইসলাম ও জাকের পার্টির গোলাম মোস্তফা।