মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর ও জেলা বিশাল জনসভা উপলক্ষে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান ও জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে ২৯ জানুয়ারী রাজশাহীতে বিশাল জনসভার জন্য নির্ধারিত স্থান ঐতিহাসিক মাদ্রাসা মাঠের মঞ্চ ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ের জন্য মাঠ পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য,২৯ জানুয়ারী দুপুর ১২টায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি স্মার্ট বাংলাদেশের প্রবক্তা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।