সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংক প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদান প্রকল্পে আর্থিক সহায়তা হিসেবে এক কোটি টাকা প্রদান করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এক কোটি টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এই সময় অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি)- এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।