প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৩নং ওয়ার্ডে মতবিনিময়

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কমিটি করেছে। তার মধ্যে একটি বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটি। এ কমিটির অধিনে ১৩নং ওয়ার্ডে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউমার্কেটের পাশে স্বপ্নচূড়ায় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান।
বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটির আহ্বায়ক মাহ্ফুজুল আলম লোটন, সদস্য ইউনুস আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোজাফ্ফর। পরিচালনা করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক পঙ্কজ দে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোসাবিরুল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, আশরাফ উদ্দীন খান, অ্যাডভোকেট শামীমা আক্তার খাতুন, অ্যাডভোকেট রাশেদ-উন-নবী আহসান, ইফফাত আরা কামাল, মালিহা জামান মালা, শরিফ আলী মুনমুন, কানিজ ফাতেমা মিতু, মোকসেদ-উল-আলম সুমন, সাফ্ফাদ হোসেন রিয়াদ, সুমন হোসেন।
বর্ধিত সভায় ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভায় বোয়ালিয়া (পশ্চিম) থানার অধিনে যে কয়েকটি ওয়ার্ড আছে সবগুলোতে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আজ (সোমবার) ০৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ