শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বাঘস্ফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে ছয় গ্রাম হেরোইন সহ শিমুল শীল নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।শনিবার দিবাগত রাতে একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে 8 টার সময় উপজেলার সীমান্ত এলাকা কিশোরপুর থেকে ৬ গ্রাম হেরোইন নিয়ে বাঘা সদরে আসছিল শিমুল শীল (22) নামে এক যুবক । এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপ-পরিদর্শক(এস.আই)প্রজ্ঞাময় নারায়ণপুর এলাকার কৃষ্ণ কমিশনারের আম বাগান থেকে তাকে আটক করেন । আটককৃত শিমুল এর বাড়ি উপজেলার চকনারায়নপুর গ্রামে। তার পিতার নাম মৃত শিবেন শীল বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, শিমুল শীল ইতোপূর্বে একজন ভালো মানুষ ছিলো। সে সঙ্গ দোষে সাম্প্রতিক সময়ে এসে প্রথমে মাদক সেবন এরপর বিক্রী করা শুরু করে। সর্বশেষ পুলিশ শনিবার রাতে তাকে আটক করতে সক্ষম হন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন জানান, উদ্ধারকৃত হেরোইনের দাম প্রায় ২০ হাজার টাকা। রবিবার সকালে শিমুল শীল এর নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।