বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: দেশে গত এক দিনে ২২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; দশ দিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যুর খবর এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৩১৭টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২২ জন রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ০ দশমিক ৯৫ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৫৬ শতাংশ ছিল। এর আগে বছরের প্রথম দিন একজন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছিল। তারপর দশ দিনে নতুন কারও মৃত্যু হয়নি এ ভাইরাসে।
দশদিন পর আরও একজনের মৃত্যুতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৯ হাজার ৪৪১ জন। আর নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জন হল। গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৭ লাখ ১২ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৬ কোটি ৫৩ লাখ।