শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের কথা ও কাজে অনেক ফাঁরাক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ যেটা বলে সেটা করে না, আর আওয়ামী লীগ যেটা করে সেটা বলে না। আওয়ামী লীগ বলে গণতন্ত্র, করে স্বৈরতন্ত্র। বুধবার বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ড. মঈন খান বলেন, আজকে বাংলাদেশের মানুষের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে আওয়ামী লীগ। সেই কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না দাবি করে তিনি বলেন, বিএনপি জনগণের কল্যণে রাজনীতি করে। ফলে তারা প্রতিহিংসার রাজনীতি করে না।
রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। গণ অবস্থান সমন্বয়কের দায়িত্ব পালন করেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া সঞ্চালনা করেন, নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ ও শ্রী বিশ্বনাথ সরকার।
সানশাইন/ শামি