মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের রানিনগর গড়বাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত বাড়ী-ঘর পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলাম,রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক,গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,পৌর মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,সহকারী কমিশনার ভুমি সবুজ হাসান,গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জানে আলম। সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সচিব।
সানশাইন / শামি