বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পৃথক ভাবে ৩ শতাধিক দুঃস্থ অসহায় শ্রমিক ও ইমামদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার রাতে শহরের জয়পুরহাট শহীদ ডা.আবুল কাশেম ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০জন দুঃস্থ শ্রমিক ও ইমামদের হাতে এসব শীতবস্ত্র (কম্বল) তুলে দেন পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এ ছাড়া জয়পুরহাট পৌরসভা সহ একাধিক স্থানে আরো প্রায় ২শতাধিক শীতবস্ত কম্বল বিতরণ করেন পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু সহ পরিবহন শ্রমিক নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে- জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মতিন ও জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সানশােইন/টিএ