রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে- জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিকালে শহরের জিরো পয়েন্টের সামনে স্বাধীনতা চত্বরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটে সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী (জিপি),গোলাম হাক্কানি, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাম্মীম আজিজ সাজ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বীথি প্রমুখ ।
সানশাইন/টিএ