মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে হাত ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বোয়ালমারী বিলে হাত ও পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুর হয়ে পড়ে ছিল। তার দু’হাত পেছনে শক্ত করে বাঁধা ছিল। এছাড়া দু’পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, মরদেহটি উদ্ধারের বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে দেখছে। মরদেহটি সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।
সানশাইন/টিএ