মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর সদরের ছাতনী ইউনিয়নের আগদিঘা এলাকার একটি বাড়ির পিছন থেকে সোমবার রাতে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতনী ইউনিয়নের মাঝদিঘা এলাকার একটি বাড়ির পিছনে সোমবার সন্ধ্যা সাতটার দিকে কালচে রং এর শীতের জ্যাকেট পড়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। নাটোর থানার পুলিশ গিয়ে রাতে লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার জানান, এলাকাবাসী বাবর আলীর বাড়ির পিছনের বাথরুমের পাশে কলা ও সুপারি গাছের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বাবর আলীর বৃদ্ধ মা ছাড়া এই বাড়িতে কেউ থাকে না। সকলে ঢাকায় থেকে গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে।
নাটোর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।