মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমির ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কাটার পাশাপাশি নাম ফলক উন্মোচনের মাধ্যমে সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমির ভবনের উদ্বোধন করেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত্তিবিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার কাজ শেষে হয়েছে। ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এ সময় ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, সালেহা ইমারত গালর্স একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী।
নতুন একাডেমিক ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ায় শিক্ষার্থীরা সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে। আর সংকট হবে না শ্রেণি কক্ষের।