সর্বশেষ সংবাদ :

নগরীর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডে মাদককে ‘না’ এই প্রতিপাদ্য নিয়ে কাউন্সিলর কাপ মহিষবাথান ক্রিকেট লীগ (এম.সি.এল)-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার এ টুনামেন্টের উদ্বোধন করা হয়।
রাজশাহী সিটি করপোরেশন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। ট্রফি উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রুনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আয়েশা খাতুন নাদিরা, রাসিক সংরক্ষিত কাউন্সিলর, জোন-২, জেলা ক্রিড়া সংস্থা, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল হক।
এ সময় সভাপতির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু ৫নং ওয়ার্ডের যুব সমাজকে মাদক ও যেকোন প্রকার নেশা থেকে নিজেকে দুরে রাখার অহব্বান জানান। একই সাথে যুব সমাজকে যেকোন প্রকার সামাজিক বিচ্যুতিমূলক কাজ থেকে দুরে থাকতে বলেন। আয়োজিত এ ক্রিকেট টুর্ণামেন্ট যুবসমাজকে সুস্থ্য প্রতিযোগীতায় উৎসাহিত করবে যা আগামীতে তাদের ব্যক্তি জীবনের সফলতায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৫নং ওয়ার্ডে সকল বীর মুক্তিযোদ্ধদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন সেলিম, সভাপতি, গর্ভনিংবডি রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রফিকুল হক সেন্টু, সাধারণ সম্পাদক রাজশাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, তানজির হোসেন দুলাল, সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ অন্যান্য অতিথিরা।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ | সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ