রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে নকল স্বর্ণের মূর্তিসহ দুজনকে আটক করেছে র্যাব। র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, নাটোর সদরের পূর্ব হাগুরিয়া গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে একটি নকল স্বর্ণের মূতিসহ দুজনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার জিয়ানগরের আনসার মন্ডলের ছেলে ফেরদৌস মন্ডল (৬০) এবং নাটোরের সিংড়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাছেদ প্রামাণিকের ছেলে মজিদ প্রামাণিক (৪৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের নিকট হইতে সোনালী রংয়ের পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিশ্বাস করিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহন করে কথিত স্বর্ণের পুতুল দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে শনিবার নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।