সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাড়দো বিলে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে রাকিবুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমা করেছেন। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়।
শনিবার দুপুরে তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের হাড়দো বিলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) পঙ্কজ চন্দ্র দেবনাথ উপস্থিত হয়ে সরজমিনে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে রাকিবুলে জরিমানা করেন। রাকিবুল ইসলাম পবা উপজেলা আব্দুল সালামের পুত্র। সে মাটি বিক্রির ব্যবসা করেন।