মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধিঃ
বিভাগীয় শহর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে যুবলীগ। শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটু। এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় ও অন্যান্যরা। সেখানে বক্তারা বলেন- আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিন যাতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা সতস্ফুতভাবে উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সানশাইন/টিএ