মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় এক টিন মিস্ত্রির বাড়িতে ছাগলের ছয়টি বাচ্চা প্রসব করেছে। এতে তার ঘরের সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। বৃহস্পতিবার পুঠিয়া সদরের গণ্ডগোহালী গ্রামের টিন মিস্ত্রিরি হানিফ আলীর ছাগী এক সাথে ছয়টি বাচ্চা প্রসব করে।
আজিজুল বারী রুমী জানান, অভাবের সংসার তার। ঘরে টিন লাগানোর কাজ করেন তিনি। তার স্ত্রী একটি ছাগী পালন করে। বৃহস্পতিবার ওই ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এর মাঝে তিনটি ছাগল ও তিনটি ছাগীর বাচ্চা হয়েছে।
হানিফের স্ত্রী আমেনা বলেন, আমাদের দুই ছেলে মেয়ে। সংসারের কাজের পাশাপাশি ছাগীটি লালনপালন করেন তিনি। ছাগীটি দেশীয় জাতের। এক সাথে ছয়টি বাচ্চা দেয়ার খবর শুনে অনেকেই দেখতে আসছে। আর আমরাও খুব খুশি হয়েছি।
সানশাইন / শামি