মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর কোর্ট বুলনপুর মহাশ্মশান পরিদর্শন করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে তিনি মহাশ্মশান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যকে কাছে পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বুলনপুর শ্মশানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে অতি দ্রুত তা সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন।
শ্মশান পরিদর্শনে এসময় ৪ নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সভাপতি মাসেন ঘোষ, হড়গ্রাম মন্দিরের সভাপতি অনন্ত পাল, কোষাধ্যক্ষ অভয় দাস, সহ-সাধারণ সম্পাদক দিলীপ দাস, প্রভাস পালসহ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।