সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান কলি আর নেই

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা অনার্স কলেজের প্রভাষক সুরাইয়া আক্তার কলি (৩৮) বুধবার রাত ৭ টা ৪০ মিনিটে ক্যান্সার ও কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন।
তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এশারত আলী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ এশারতের মেয়ে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সরদারের স্ত্রী।
মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার তৃতীয় জানাজা শেষে কালিকাপুরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন ও বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ