রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে আমিনুর ইসলাম আমু নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পাকা সড়ক দিয়ে মাটি বহন করার দায়ে ৫ টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় ছিলেন থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ধুলাতইর এলাকায় কয়েকদিন ধরে এ্যাক্সেভেটর দিতে অবৈধভাবে পুকুর খনন করেছে পাশের গ্রামের এক ব্যক্তি আমিনুর ইসলাম আমু। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
এসময় ওই ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের মমতাজ আলীর ছেলে আমিনুর ইসলাম আমুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে গত মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পাকা সড়ক দিয়ে মাটি বহন করার দায়ে ৫টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।