সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: এবার আলোচিত সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন।
ইউপি চেয়ারম্যান আজাহার আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে গত ২ জানুয়ারি রাজশাহী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে উপস্থাপন করেছেন।
এ নিয়ে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানালেও তাতে কাজ হয়নি। ইউপি চেয়ারম্যান আজাহার আলী উল্টো মুক্তিযোদ্ধাদের দম্ভোক্তি দেখিয়েছেন।
পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বারের দুই পাশে বঙ্গবন্ধুর ছবি আকা ও মুক্তিযোদ্ধাদের নাম লেখার উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান আজাহার আলী। এ কাজে ইউনিয়ন পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেখানো হলেও বরাদ্দকৃত টাকার সিংহভাগ নিজের পকেটে পুরেছেন চেয়ারম্যান আজাহার আলী।
ইউপি চেয়ারম্যান আজাহার আলী দুই লাখ টাকা বরাদ্দের বিষয়টি স্বীকার করে বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয়নি। তবে সামান্য ‘ডিফেক্ট’ আছে। এটা তেমন কিছু না বলেও মন্তব্য করেন আজাহার আলী।
সম্প্রতি, যাত্রামঞ্চে এক নারীর সাথে নেচেগেয়ে ভাইরাল হন এই ইউপি চেয়ারম্যান আজাহার আলী।