রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জে ছিনতায়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মুরগীর খামারের ভিতরে থেকে তাদের আটক করা হয়।আটককৃরা হলো- শিবগঞ্জে কমলাকান্তপুরের কারাইপাড়ার মৃত হুমায়ুন কবিরের ছেলে সুজন আলী (২৭), চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুরের মৃত নাসিম উদ্দিনের ছেলে সেলিম রেজা (৪০), শংকরবাটি মোল্লাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪০) ও কাড়াইপাড়ার তাজেমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৫)।র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মুরগীর খামারের ভিতরে অভিযান চালায়। এ সময় ছিনতায়ের প্রস্তুতিকালে ১টি কোপ দা, ১টি চাকু ও ১টি মোটর সাইকেলসহ ৪ জন ছিনতাইকারী আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
সানশাইন/টিএ