সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়ক দুর্ঘটনায় রাফিউল্লাহ (২৬) নামের এক ট্রাক হেলাপার নিহত হয়েছেন। নিহত রাফিউল্লাহ নওগাঁর মহাদেবপুর সিবরামপুর গ্রামের ফয়েজউল্লাহের ছেলে। বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, বুধবার সকালে বালু বোঝায় করে একটি ট্রাক নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ সান্তাহার শখের পল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার রাফিউল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা চালক জাফর আলী ও হেলপার গুরুতর আহত রাফিউল্লাহকে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হেলপার রাফিউল্লাহ মারা যান।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক উজ্জ্বল মিয়া জানান, হেলপার রাফিউল্লাহ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।