আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাসিক মেয়রকে শুভেচ্ছা জ্ঞাপন অব্যাহত

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভে”ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার নগরভবনে মেয়র দপ্তরকক্ষে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।

 

 

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভে”ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মনসুর রহমান এমপি, নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রত্না আহমেদ এমপি,রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল-আকসার ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান কাজী, সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক মন্টু, আমানা গ্রুপের পক্ষে মোঃ আব্দুল বারী, রাসিকের আইসিটি শাখার কমকর্তাবৃন্দ, নিরাপত্তা কর্মকর্তাবৃন্দ, কাটাখালি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল আলম রিপন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর