বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা : ‘‘ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায় ’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার(2-জানুয়ারী)সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা অফিসার মোহা: নাফিজ শরিফ এর সন্ধ্যালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু। তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন পুরুনের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বর্তমানে শুধু সমাজ সেবা অধিদপ্তর নয়, উপজেলার সকল দপ্তরের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে এবং অভুত পূর্ব উন্নয়ন হচ্ছে।
বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর। বতর্মানে বাঘা উপজেলা অধিদপ্তর থেকে সাধারণ ও হতদরিদ্র পরিবারের লোকজন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপকরণ সহায়তা-সহ ৮ প্রকার ভাতা এবং ৩ প্রকাল জটিল রোগের জন্য এককালিন ৫০ হাজার টাকা ঋণ সুবিধা ও শিশু সহায়তা পাচ্ছে। এখানে মোট ভাতা ভুগির সংখ্যা ১৬ হাজার ৯৮০ জন বলে জানা গেছে ।