সর্বশেষ সংবাদ :

রাকাবের ডিএমডি হলেন কাজী আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার : সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন বলে কাজী আব্দুর রহমান উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। এসময় তিনি ১৪টি ডিভিশনের প্রধানের দায়িত্ব পালন করেন। জনাব কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। রূপালী ব্যাংকে চাকুরীকালীন সময়ে তিনি ব্যাংকের একাধিক শাখার শাখা প্রধান; কর্পোরেট শাখা প্রধান; প্রিন্সিপাল শাখা প্রধান এবং জোনাল হেডসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) এর বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় বিশ^বিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্বাবিদ্যালয় হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে উঅওইই ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। জনাব কাজী আব্দুর রহমান বিআইবিএম, বাংলাদেশ ব্যাংকসহ দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর