শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৩২) নামে পুলিশের এএসআই নিহত হয়েছেন। শনিবার রাত পৌণে ১১টায় নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন জয়পুরহাট জেলার ভূটিয়াপাড়া এলাকার আটঠোকা গ্রমের আলতাফ হোসেন ছেলে। তিনি পত্নীতলা থানায় এএসআই হিসেবে কমর্রত ছিলেন।
স্থানীয়রা ও পত্নীতলা পুলিশ সুত্রে জনাগেছে, শনিবার রাত পৌণে ১১টায় উপজেলার মধইল বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে পত্নীতলা থানায় আসার সময় ঘন কুয়াশার কারণে নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে যাওয়া দ্রুতগামী একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত রুহুল আমিনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে রবিবার নওগাঁ মর্গে প্রেরণ করেছে।