চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ইয়াবা ও বিদেশী মদসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী মদসহ একজনকে আটক করেছে বিজিবি। এছাড়াও আরো পৃথক দু’টি অভিযানে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ দু’টি ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

 

 

চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে ২ জন চোরাকারবারীকে টহল দল ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ৫৪০ গ্রাম হেরোইন এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

অন্যাদিকে বিএসবি ও আরআইবি তথ্যের ভিত্তিতে রাতে সোনামসজিদ বিওপির আরেকটি অভিযানে বালিয়াদিঘী নামক  স্থানে অভিযান পরিচালনা করে ৭ বোতল বিদেশী মদ ও ১টি ব্যাটারী চালিত ভ্যান গাড়িসহ সেতাউর রহমান (৩২) কে আটক করা হয়। তার বাড়ি শিবগঞ্জে মিলিকগ্রামে। এদিকে অপর অভিযানে চকপাড়া বিওপির জামতলা ঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৫ বোতল বিদেশী মদ এবং ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাপারে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রায়েছে।

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ১০:৩০ অপরাহ্ণ | Daily Sunshine