মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদ্য যোগদানকারী কমিশনার মো. আনিসুর রহমান, বিপিএম (বার) সাক্ষাত করেন। রাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনভবনের কনফারেন্স কক্ষে এই সাক্ষাতকালে কমিশনার নিজ দায়িত্ব পালনে রাবি কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা জানালে উপাচার্য সে বিষয়ে তাঁকে আশ্বাস প্রদান করেন। উপাচার্য কমিশনারের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
সাক্ষাতকালে উপাচার্য ও আরএমপি কমিশনার পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পরিবহন প্রশাসক মো. মোকছিদুল হক, সহকারী প্রক্টরবৃন্দ, আরএমপির অতিরিক্ত, যুগ্ম ও উপ-কমিশনারবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।