মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৭) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া ব্রীজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, শুক্রবার দুপুরে ডাঙ্গাপাড়া ব্রীজের উত্তর পার্শে রেললাইন পারাপার হতে গিয়ে কোন এক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই নারী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য রাজশাহী সিআইডিকে জানানো হয়েছে।