তানোরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে প্রেমিকের সঙ্গে অভিমান করে কলেজ পড়ুয়া একাদশ প্রথম বর্ষের ছাত্রী জুলেখা খাতুন সৃতি (১৬) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নিজ ঘরে তীরের সঙ্গে উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে তানোর পৌর এলাকার তালন্দ সরদার পাড়ায়। সে ওই গ্রামের রুস্তম সরদারের মেয়ে।
তানোর থানার ওসি (তদন্ত) উসমান গনি বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করে জানা গেছে, ওই মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। তার প্রেমিকের উপর অভিমান করে সে আত্মহত্য করেছে। তবে অন্য কোন ঘটনা থাকতে পারে বলে মনে হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ