মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকা থেকে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/২-এস হতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ীর সুলতানগঞ্জ গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সানশাইন/টিএ