শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় রেজিলিয়েন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট(জটঞউচ) প্রকল্প সম্ভব্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব অয়েজউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এলজিইডির সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার সুধীর কুমারা শর্মা।সভায় উপস্থিত ছিলেন,এই প্রকল্পের লিয়াকতআলী,নাসিরুল ইসলাম,তপন সরকার,রেজাউল করিম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেব,শিক্ষক,সাংবাদিক,সমাজসেবক,কাউন্সিলরসহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।প্রকল্পের আওতায় রাস্তা,ড্রেন,সুপার মার্কেট,কসাইখানা,কমিনিউনিটি সেন্টার,পার্ক ,গণ শৌচাগার,সুইপার কলোনীসহ বিভিন্ন উন্নয়নমৃলক কাজ হবে। সভাটি পরিচালনা করেন গোদাগাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান।
সানশাইন/টিএ