রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
ক্রীড়া ডেস্কঃ
আগের দিন বিনা উইকেটেই ১৬৫ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। তৃতীয় দিনে পাকিস্তানি ৬টি উইকেট ফেলতে পেরেছে নিউজিল্যান্ডের। তবে এরই মধ্যে লিডের খাতা খুলে ফেলেছে সফরকারিরা। পাকিস্তানের ৪৩৮ রানের জবাবে করাচি টেস্টে ৬ উইকেটে ৪৪০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ এখন লিড তাদের ২ রানের।
১৮৩ রানে ভেঙেছে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। সেঞ্চুরির দোরগোড়ায় এসে (৯২) নওমান আলির শিকার হন ডেভন কনওয়ে। তবে সেঞ্চুরি করেছেন টম ল্যাথাম আর কেন উইলিয়ামসন। ল্যাথাম ১৯১ বলে ১০ বাউন্ডারিতে ১১৩ রানের ইনিংস খেলে ফিরলেও উইলিয়ামসনকে এখনও আউট করতে পারেনি পাকিস্তান। কিউই সাবেক অধিনায়ক অপরাজিত আছেন ১০৫ রানে। ২২২ বলের ধৈর্যশীল ইনিংসে এখন পর্যন্ত ১১টি বাউন্ডারি হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার। পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ নিয়েছেন ৩টি উইকেট। দুটি উইকেট শিকার নওমান আলির।
সানশাইন/টিএ