বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেটসহ হাবিবুর রহমান (৫০) নামের এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার রাতে তাকে আটক করা হয়। এসময় হাবিবুরের কাছ থেকে ছয়টি টিকেট জব্দ করা হয়।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বলেন, ‘হাবিবুর একজন চিহ্নিত টিকেট কালোবাজারি। তাকে নজরদারিতে রাখা হয়েছিল। সন্ধ্যার পর স্টেশনের সামনে ওভারব্রিজের কাছে টিকেট বিক্রির সময় তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ‘হাবিবুরের কাছ থেকে ছয়টি টিকেট উদ্ধার করা হয়েছে। টিকেটগুলোতে সাতটি আসন রয়েছে। এগুলো রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকেট। ৩৪০ টাকা দামের এসব টিকেট হাবিবুর ৬৫০ টাকায় বিক্রি করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।