শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ক্রীড়া ডেস্কঃ
শেখ কামাল অনুর্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার(২৭ ডিসেম্বর) শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ২য় দিনের খেলায় ১ম ইনিংশে ঢাকা ডিভিশন আগের দিনের গড়া ২৭২ রান নিয়ে ৮১.৪ ওভারে সবকটি উউকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৪ রান। দলের পক্ষে নিলই রঞ্জন ১৫, সাদ ইসলাম ৫ ও রাফিমুনাস ১২ রান করেন। বরিশাল বিভাগের পক্ষে মহিম ৬১ রানে ৩ টি, আরাফাত ৬০ ও তেহাদুব হক ৫৭ রানে ৩টি করে উইকেট নেন। জবাবে বরিশাল বিভাগ১ম ইনিংশে ব্যাট করতে নেমে ৩১.৪ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায়।
বরিশালের শাহরিয়ার হায়দার ২৪, জাহিরুল ১৫ ও টজহিন হাওলাদার ১৫ রান করেন। ঢাকার পক্ষে রাব্বি মিয়া জিরো রানে ২টি, নিলয় রঞ্জন ১০ ও সাহিন শেখ ১৪ রানে ৩টি করে উইকেট নেন। বরিশাল ২য় ইনিংশে ব্যাট করতে নেমে ২৪ ওভার খেলে ৩ উইকে হারিয়ে ৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে। জাহিরুব ইসলাম ৩৫, তুহিন হাওলাদার অপরাজিত ৪৭ ও আরাফাত অপরাজিত ১৫ রান করেন। ঢাকার পক্ষে সাদ ইসলাম ২৭, রাফি মুনসি ১৮ ও নিলয় রঞ্জন ২৩ রানে ১টি করে উইকেট নেন।
সানশাইন/টিএ