সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় প্রতিবছরের ন্যায় এবারও শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও যাদুঘরের উদ্যোগে গ্রামীণ পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে যাদুঘর চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, শাহ্ কৃষি তথ্য পাঠাগার যাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্, আবু এহিয়া হীরা, মাহবুব আলম ধলুসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে দিনভর এ মেলায় ২২টি ষ্টল অংশ নেয়।
সানশাইন/টিএ