বুধবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে। রবিবার শুভ বড়দিন উপলক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের পক্ষ থেকে রাজশাহী মহানগরীতে অবস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোতে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রাসিক মেয়র মহোদয়ের পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের হাতে ফুলের তোড়া তুলে দেন মেয়র মহোদয়ের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু।