মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ আল-আমিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মাটিকাটা ইউনিয়নের সহারাগাছী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
রবিবার সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী উপজেলার রেলগেট বাজারে অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ আল-আমিনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ৪৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আল-আমিন আইনশৃঙ্গলা বাহিনীর সোর্স হিসেবে এলাকায় পরিচিত বলেও জানা গেছে।
রাতেই আটক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
রাজশাহীতে ৪৯০ পিস ইয়াবাসহ