সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মতিউর চাঁপইনবাবগঞ্জ পৌর এলাকার কলোনী পাড়ার আব্দার সাত্তারের ছেলে।

 

 

রোববার বিকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক মাহফুজুল হক চৌধুরী (তদন্ত) বলেন, ‘ মতিউর বাইসাইকেল যোগে তার গন্তব্যস্থলে  যাচ্ছিলো। এই সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সড়াকে পড়ে গিয়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করেন। রামেকে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

 

 

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার লাশটিকে হস্তান্তর করা হবে।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২ | সময়: ৮:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine