৯ বছরের শিশু ৯ মাসে হাফেজ হলো

সানশাইন ডেস্ক:

বরগুনায় ৯ মাসে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে আব্দুর রহমান (৯) নামের এক শিশু। রোববার (২৫ ডিসেম্বর) সকালে শহরের বাবে জান্নাত মাদরাসায় তাকে পাগড়ি পরানো হয়।

আব্দুর রহমান পৌর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল আজিজের ছেলে। ওই মাদরাসার শিক্ষক মাওলানা মুহা. আবু হাসান জাগো নিউজকে বলেন, আব্দুর রহমানের মধ্যে আমরা শুরু থেকেই ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। এ কারণে সে মাত্র ৯ মাসে হিফজ সমাপ্ত করেছে। তার মধ্যে যে প্রতিভা আছে তাতে যদি একমনে সময় দিত সে আরও কম সময়ে হাফেজ হতে পারত।

 

মাদরাসার পরিচালক মাওলানা আবু হাসানের সভাপতিত্বে ও হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনা অনুষ্ঠানে বরগুনা ইসলামী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল করিম, মাওলানা হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সানশাইন/তারেক


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২ | সময়: ৭:১১ অপরাহ্ণ | Daily Sunshine