বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধুুরমোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এসময় আল আমিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল আমিন জেলার চারঘাট উপজেলার চর মোক্তারপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
রাজশাহী র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে তারা পুঠিয়া উপজেলার সাধুরমোড় এলাকায় অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌছামাত্র আল আমিন পানানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই আল আমিনকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব সুত্র জানিয়েছে।