রবিবার, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সকিনা (৩৭) নেোমর এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। এটি পবরকল্পিত হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিয়েও এলাকায় বেশ চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে সাপাহার উপজেলার লালচান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হবিবুর ওরফে মনিরুল পূর্বের ন্যায় তার স্ত্রী সকিনার সাথে ঝগড়া কলহে লিপ্ত হয় এবং সকিনাকে মার পিট করে। এমনি অবস্থায় সন্ধ্যার পূর্ব মহুর্ত সকিনা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তার স্বামীর পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। ্কর্তবরত চিকিৎসক সকিনাকে দেখে মৃত ঘোষণা করে।
বিষয়টি স্থানীয় থানাকে জানালে পুুলিশ কমপ্লেক্সে থেকে মৃত্যের লাশ থানা হেফাজতে নেন। এবিষয়ে সাপাহার থানার ডিউটি অফিসার এস আই রবিউল ইসলাম জানান, এবিষয়ে রাতেই সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়েরের পর শনিবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বিষয়টি হত্যা না স্বাভাবিক মৃত্যু।