সর্বশেষ সংবাদ :

পোরশায় প্রতিবন্ধি আদিবাসী নিখোঁজ

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার পোরশা পুরইল গ্রামের আদিবাসী প্রতিবন্ধি শ্রী সুবল(৩০) গত এক সপ্তাহ নিখোঁজ রয়েছে। তার বাবার নাম দুলাল সিংহ। সুবল মানসিক অসুস্থ্যতাজনিত প্রতিবন্ধিতায় ভুগছেন। পারিবারিক সূত্রে জানাগেছে, মানসিক অসুস্থ্যতাজনিত কারণে সুবলকে বাড়ির বাইরে যেতে দেওয়া হতোনা। সে সব সময় নিজ বাড়িতেই থাকতো। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার পরিবারের সকলের অজান্তে সুবল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সুবলকে না পেয়ে থানায় জিডি করেছেন পরিবারের সদস্যরা।
তার গায়ের রং ফর্সা এবং মাথার বিভিন্ন স্থানে কাটা দাগ রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে খয়েরি রঙ্গের সুয়েটার, কালো চেকের লুঙ্গি এবং গলায় গামছা পেছানো ছিল। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে তার ভাই মিলন এর ০১৭২৪-৯৫৯৩২৬ নং মোবাইল ফোনে ও উপরের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২ | সময়: ৫:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ