বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের সিমেন্ট ফ্যাক্টরী এলাকায় শনিবার দুপুর ১টার দিকে ভটভটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আলিফ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আলিফ জয়পুরহাটের আক্কেলপুর এম.আর ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায়।
জয়পুরহাট সদর থানার অফিসার ওসি তদন্ত সরোয়ার হোসেন জানান, শনিবার দুপুর ১টার দিকে একটি ভটভটি শহরের নতুনহাট থেকে খনজনপুরের দিকে যাচ্ছিল। এমন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলিফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।