শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার নওগাঁ- রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে।
নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম উল্লাসপুরের দিকে যাচ্ছিলো। পথে হাপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রীর। আর তাদের সন্তানরা আহত হন।
ওসি আরও জানান, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে লাশ নওগাঁ সদর থানায় নিয়ে আসা হয়েছে। এখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।