বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিককে বদলি করা হয়েছে। তার স্থলে আসছেন নতুন পুলিশ কমিশনার আনিসুর রহমান।
আবু কালাম সিদ্দিককে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনির স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
আবু কালাম প্রায় তিন বছর ধরে রাজশাহী মহানগর পুলিশের কমিশন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই সময়ে তিনি কিশোর গ্যং প্রতিরোধ এবং রাজশাহীকে সিসিটিভির আওতায় আনতে বড় ধরনের ভূমিকা পালন করেন। এছাড়াও তার সময় গঠন করা হয়েছে সাইবার ক্রাইম প্রতিরোধ ইউনিট ছিনতাই ও চুরি হওয়া মোবাইল উদ্ধারসহ অপরাধ দমনে বড় ধরনের ভূমিকা রাখে।