মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তাঁরা বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। মতবিনিময় শেষে রাবি উপাচার্য বিসিএসআইআর চেয়ারম্যানকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন।
এসময় রাজশাহী বিসিএসআইআর-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. সেলিম খান ও রাবি সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়ার্দ্দারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।