শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকার আজিজের ছেলে মামুন হোসেন (৩৫) ও নতুন বাজার এলাকার হযরত আলীর ছেলে শাকিল হোসেন (২৪)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদওয়ানুর রহিম জানান, সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার বেলা ১২ টায় সান্তাহার পৌর শহরের পৃথক স্থান থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।